অসুস্থ স্ত্রীর সঙ্গে মণীশ সিসোদিয়াকে দেখা করার অনুমতি দিল দিল্লি হাইকোর্ট

নয়াদিল্লি, ২ জুন (হি.স.) : শুক্রবার ফের একবার স্ত্রীর গুরুতর শারীরিক অসুস্থতার কথা উল্লেখ করে দিল্লি হাইকোর্টে জামিনের আর্জি জানিয়েছিলেন প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া। যদিও শুনানি শেষে জামিন নিয়ে রায়দান স্থগিত রেখেছেন বিচারপতি। তবে অসুস্থ স্ত্রীর সঙ্গে কয়েক ঘন্টা সময় কাটানোর অনুমতি দেওয়া হয়েছে সিসোদিয়াকে।

আগামীকাল শনিবার সকাল ১০টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত অসুস্থ স্ত্রীর সঙ্গে সময় কাটাতে পারবেন দিল্লি আবগারি নীতি কেলেঙ্কারি মামলায় ধৃত আপ নেতা। তবে স্ত্রীর সঙ্গে সময় কাটানোর অনুমতি দেওয়ার পাশাপাশি বেশ কয়েকটি শর্তও চাপিয়েছেন বিচারপতি। তার মধ্যে অন্যতম হল, কোনও বৈদ্যুতিন গ্যাজেটস ব্যবহার করতে পারবেন সিসোদিয়া এবং সংবাদমাধ্যমের কাছে মুখ খুলতে পারবেন না।
প্রসঙ্গত, আবগারি কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে গত ২৬ ফেব্রুয়ারি দিল্লির ত‍ৎকালীন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়াকে গ্রেফতার করে সিবিআই। পরে একই মামলায় তিহাড় জেলে বন্দি অবস্থায় আপ নেতাকে শ্যেন অ্যারেস্ট দেখায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। গ্রেফতারের পরে একাধিকবার নিম্ন আদালত ও দিল্লি হাইকোর্টে জামিনের আবেদন জানিয়েছেন দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী। চলতি মাসের শুরুতে অবশ্য অসুস্থ স্ত্রীর সঙ্গে প্রতি একদিন অন্তর সিসোদিয়াকে কথা বলার অনুমতি দিয়েছিল দিল্লি হাইকোর্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *