নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ জুন৷৷ কংগ্রেস নেতা রাধেশ্যাম সাহার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে পূর্ব আগরতলা থানার দ্বারস্থ হয় বিজেপি সদর জেলা শহরাঞ্চল কমিটির সদস্যরা৷
ঘটনার বিবরণে জানা যায় কামার পুকুর পাড় রাধেশ্যাম সাহার বাড়িতে নির্মাণ কাজ চলছে৷ রাধেশ্যাম সাহার বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় বিজেপি কর্মী দিপক সাহার শরীরে নির্মাণ সামগ্রী পরে৷ তখন দিপক সাহা সুকটি দাড় করালে রাধেশ্যাম সাহা দিপক সাহাকে অকথ্য ভাষায় গালি গালাজ করে৷ এইনিয়ে দিপক সাহা পূর্ব আগরতলা থানায় বৃহস্পতিবার মামলা দায়ের করেন৷ থনায় মামলা দায়ের হওয়ার পর শুক্রবার পুলিশ ঘটনাস্থলে গেলে পুলিশের সামনে রাধেশ্যাম সাহা দিপক সাহাকে গালিগালাজ করে৷ এই ঘটনার পরিপ্রেক্ষিতে শুক্রবার বিজেপি সদর জেলা শহরাঞ্চল কমিটির সভাপতির নেতৃত্বে বিজেপির এক প্রতিনিধি দল পূর্ব আগরতলা থানায় ডেপুটেশান প্রদান করে৷ পরে বিজেপি সদর জেলা শহরাঞ্চল কমিটির সভাপতি সাংবাদিকদের মুখোমুখি হয়ে গোটা ঘটনার বিষয়ে তুলে ধরেন৷
2023-06-02