কেপটাউনে রাশিয়ার বিদেশমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ জয়শঙ্করের; ব্রিকস, জি-২০-সহ নানা বিষয়ে মতবিনিময়

কেপটাউন, ১ জুন (হি.স.) : দক্ষিণ আফ্রিকার কেপটাউনে রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে সাক্ষাৎ করেছেন ভারতের বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর। ব্রিকস (ব্রাজিল, রাশিয়া, ভারত, চিন ও দক্ষিণ আফ্রিকা) মন্ত্রী পর্যায়ের বৈঠকের ফাঁকে বৃহস্পতিবার রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে সাক্ষাৎ করেছেন ভারতের বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর।

ভারত ও রাশিয়ার বিদেশমন্ত্রীর একটি ছবি টুইট করে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর নিজেই টুইট করে জানিয়েছেন, ব্রিকস, জি-২০, এসসিও-সহ নানা বিষয়ে তাঁদের মধ্যে মতবিনিময় হয়েছে। রাশিয়ার বিদেশমন্ত্রীর সঙ্গে পুনরায় সাক্ষাৎ করে খুশি ব্যক্ত করেছেন জয়শঙ্কর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *