মান্ডি, ১ জুন (হি.স.): হিমাচল প্রদেশের মান্ডি জেলায় দুর্ঘটনার কবলে পড়ল একটি যাত্রীবাহী বাস। বৃহস্পতিবার মান্ডি জেলার কারসোগ মহকুমার অধীন মান্ডি-কারসোগ মহাসড়কের ভানেরায় সড়ক দুর্ঘটনার সম্মুখীন হয় বাসটি, এই দুর্ঘটনায় কয়েকজন যাত্রী আহত হয়েছেন। বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে নেমে যায় ও একটি গাছে ধাক্কা মেরে থেমে যায়।কয়েকজন যাত্রী জানিয়েছেন, গাছে ধাক্কা মারার পর বাসটি না থামলে বড় দুর্ঘটনা ঘটতে পারত। মান্ডির এসপি সৌম্য সাম্বাসিভান বলেন, বাসটি কারসোগ এলাকায় রাস্তা থেকে নিচে পড়ে যায়। দুর্ঘটনার সময় বিমানটিতে প্রায় ৪০ জন যাত্রী ছিলেন বলে জানা গিয়েছে।
2023-06-01