নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ জুন৷৷ শিশুশ্রম বন্ধ করার আহ্বান জানিয়ে বৃহস্পতিবার আগরতলায় এক মিছিল ও পথসভা সংগঠিত করে সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি৷ শিশুশ্রম আমাদের দেশে এক ভয়ঙ্কর প্রবনতায় পরিণত হয়েছে৷ যে শিশু সুকলে যাওয়ার কথা সেই শিশু চায়ের দোকানে কিংবা অন্য কোন দোকানে কাজ করছে৷ ফলে শিশুর ভবিষ্যৎ অন্ধকারে ধাবিত হচ্ছে৷ এই ভয়ঙ্কর প্রবণতা বন্ধ করার জোরালো দাবি উঠেছে৷ সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির পক্ষ থেকে বৃহস্পতিবার আগরতলা শহরে এক মিছিল সংঘটিত করা হয়৷ মিছিল শেষে ১ পথসভা অনুষ্ঠিত হয়৷ বট তলায় আয়োজিত পথসভায় বক্তব্য রাখতে গিয়ে নারী নেত্রীরা বলেন শিশুশ্রম বন্ধ করা না করে শিশুদের ভবিষ্যৎ অন্ধকারে ধাবিত হবে৷ আমাদের দেশের প্রচুর সংখ্যক শিশু বিভিন্ন চায়ের দোকানে কিংবা কলকারখানায় কাজ করছে৷ শিশুশ্রম বন্ধ করার জন্য সুনির্দিষ্ট আইন থাকলেও তা যথাযথভাবে কার্যকরী হচ্ছে না৷ এজন্য একদিকে যেমন জনসচেতনতা বৃদ্ধি করা প্রয়োজন ঠিক তেমনি সরকারকে কঠোর মনোভাব গ্রহণ করতে হবে৷ এই আহ্বানকে সামনে রেখেই সারা ভারতে গণতান্ত্রিক নারী সমিতি রাজ্যের সব কটি মহকুমায় বৃহস্পতিবার প্রতিবাদ বিক্ষোভ সংগঠিত করে সরকারের দৃষ্টি আকর্ষণ করেছে৷
2023-06-01