কৈলাশহরে বাসব স্মৃতি ক্রিকেটে কুবজারকে হারিয়ে নবজাগরণ ফাইনালে

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১ জুন।। নবজাগরণ অ্যাসোসিয়েশন ফাইনালে পৌঁছলো। হেরে বিদায় নিতে হলো কুবজার যুব সংঘকে। সেমিফাইনাল ম্যাচে ৫০ রানে দুর্দান্ত জয় ছিনিয়ে নবজাগরণ অ্যাসোসিয়েশন ফাইনালে খেলার ছাড়পত্র পেয়েছে। ‌ খেতাবী লড়াইয়ে নবজাগরণ মূলতঃ কার বিরুদ্ধে খেলবে সেটা নির্ভর করছে আগামীকাল দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে সাচাক ক্লাব ও লাইফ লাইন  অর্গানাইজেশনের মধ্যে খেলার ফলাফলের উপর। কৈলাশহরে আর কে এম স্টেডিয়ামে কৈলাশহর ক্রিকেট এসোসিয়েশন আয়োজিত বাসব স্মৃতি সিনিয়র ক্রিকেট টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে নবজাগরণ আজ, বৃহস্পতিবার ৫০ রানের ব্যবধানে কুবজার যুব সংঘকে পরাজিত করেছে। খেলা শুরুতে টস জিতে নবজাগরণ এসোসিয়েশন প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয়। ৫০ ওভারের খেলায় নবজাগরণ ৩৫ ওভারে সব কটি উইকেট হারিয়ে ১২২ রান সংগ্রহ করে। দলের পক্ষে রাজর্ষী চৌধুরীর ৩২ রান এবং স্বপ্নদ্বীপ ঘোষের ২২ রান উল্লেখ করার মতো। কুবজার যুব সংঘের সৈকত দাশগুপ্ত ও বিপ্রজিত দেব কানুনগো তিনটি করে উইকেট পেয়েছে। জবাবে যুব সংঘ খেলতে নেমে ১৯.২ ওভার খেলে ৭২ রানে ইনিংস গুটিয়ে নিতে বাধ্য হয়। দলের পক্ষে জয়দীপ সাহা সর্বাধিক ২০ রান পায়। নবজাগরণের অভিজিৎ কলই ২৪ রানে পাঁচটি উইকেট তুলে নিয়ে প্লেয়ার অব দ্যা ম্যাচের খেতাব ও পেয়েছে।