কলকাতা, ৩১ মে (হি. স.) : কলকাতা পুলিশের এক সহকারী কমিশনারের (এসিপি) আত্মীয়ের সাইবার প্রতারণার শিকার হওয়ার ঘটনায় গ্রেফতার এক পুলিশকর্মীর ছেলে। বুধবার অভিযুক্ত তন্ময় সিংহকে গ্রেফতার করে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। তন্ময়ের বাবা কলকাতা পুলিশেরই প্রাক্তন এএসআই।
পুলিশ সূত্রের খবর, কিছুদিন আগে কলকাতা পুলিশের এসিপি র্যাওঙ্কের ওই অফিসার ঈপ্সিতা ভট্টাচার্য বন্ধন ব্যাঙ্কে একটি অভিযোগ করেন। সেই অভিযোগে তিনি জানান, তাঁর এক পরিচিত ব্যক্তি বন্ধন ব্যাঙ্কে চাকরির পাওয়ার নামে প্রতারিত হয়েছেন। তাঁকে চাকরির জন্য ১ লক্ষ ২২ হাজার টাকা জমা করতে বলা হয়। সেই টাকা ওই ব্যক্তি জমাও করেন। এরপর বন্ধন ব্যাঙ্ক থেকে তাঁর কাছে একটি অ্যাপয়েন্টমেন্ট লেটারও আসে।
চিঠিটি দেখে সন্দেহ হওয়ায় ওই ব্যক্তি ব্যাঙ্কের সঙ্গে যোগাযোগ করে জানতে পারেন, সেটি ভুয়ো। পরে তিনি পুলিশ অফিসার ইপ্সিতা ভট্টাচার্যের সঙ্গে যোগাযোগ করেন। ওই অফিসার বন্ধন ব্যাঙ্কের ওই প্রতারণা নিয়ে লিখিত অভিযোগ করেন। ব্যাঙ্কও বিষয়টি পুলিশকে জানায়।
ব্যাঙ্কের অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ রানাঘাট থেকে দু’জনকে গ্রেফতার করে। তাদের জেরা করে পুলিশ জানতে পারে, তন্ময় সিংহ একটি ভুয়ো ওয়েবসাইট তৈরি করে এই প্রতারনার কারবার চালাচ্ছে।
মঙ্গলবার বিধাননগর ক্রাইম থানা দক্ষিনেশ্বর একালায় হানা দিয়ে তন্ময়কে গ্রেফতার করে। এই প্রতারণার চক্রের সঙ্গে আর কারা জড়িত, পুলিশ তা খতিয়ে দেখছে। তদন্তেই জানা যায়, তন্ময়ের বাবা কলকাতা পুলিশেরই প্রাক্তন এএসআই।