নয়াদিল্লি, ৩১ মে (হি.স.) : ব্রিজ ভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে যে শারীরিক নির্যাতনের অভিযোগ বজরং পুনিয়া, স্বাক্ষি মালিকরা করছিলেন, সেই বিষয়ে বুধবার দিল্লি পুলিশের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হল কুস্তি ফেডারেশনের বর্তমান প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতার করার উপযুক্ত প্রমাণ নেই।
এই বিষয়ে এক উচ্চপদস্থ পুলিশ আধিকারিক জানান, আগামী ১৫ দিনের মধ্যে পুলিশ সমস্ত তদন্তের রিপোর্ট আদালতে জমা দেবে। পুলিশ সমস্ত বিষয়টি খতিয়ে দেখে এবং তদন্ত করে কোনও উপযুক্ত প্রমাণ পায়নি ব্রিজ ভূষণ শিংয়ের বিরুদ্ধে। সেই কথাও আদালতে জমা দেওয়ার সময় পুলিশ তা চার্জশিটে জানিয়ে দেওয়া হবে বলেও জানান তিনি।
উল্লেখ্য, গত ২৩ এপ্রিল থেকে দিল্লির যন্তর-মন্তরে কুস্তি ফেডারেশনের বর্তমান প্রেসিডেন্ট ব্রিজ ভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ এনে আন্দোলন করছিলেন জাতীয় কুস্তিগীররা।