জি-২০ : ত্রিবেণী ঘাটে আরতিতে দেখতে পাবেন বিদেশী অতিথিরা

ঋষিকেশ, ৩১ মে (হি.স.): জুনের শেষ সপ্তাহে প্রস্তাবিত পরিকাঠামো নিয়ে ঋষিকেশে জি-২০ বৈঠকের সময় ঋষিকেশের ত্রিবেণী ঘাটে অনুষ্ঠিত হওয়া আরতি বিদেশী অতিথিরা দেখতে পাবেন। এ কারণে ১৫ দিনের মধ্যে সৌন্দর্যবর্ধনসহ উন্নয়ন কাজ শেষ করার আশ্বাস দিয়েছেন সকল দফতরের কর্মকর্তারা।

বুধবার পৌর কর্পোরেশনের অডিটোরিয়ামে কর্পোরেশনের মেয়র অনিতা মামগাই এর সভাপতিত্বে শহরের বাণিজ্যিক, সামাজিক ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সভায় তাদের পরামর্শ প্রদানের মাধ্যমে আরতিকে জাঁকজমকপূর্ণ করার বিষয়ে আলোচনা করা হয়। এতে ডেপুটি জেলা ম্যাজিস্ট্রেট সৌরভ আসওয়াল জানান, ২০টি দেশের প্রায় ১৭০ জন প্রতিনিধি আরতিতে অংশ নেবেন। তাদের ত্রিবেণী ঘাটে নিয়ে যাওয়ার জন্য নটরাজ চক থেকে ত্রিবেণী ঘাট এবং গোরা দেবী চক থেকে ত্রিবেণী ঘাট বাদে শুধুমাত্র আনন্দ চক থেকে ত্রিবেণী ঘাট পর্যন্ত রুট ব্যবহার করা হবে।

বৈঠকে উপস্থিত ছিলেন সহকারী মিউনিসিপ্যাল কমিশনার রমেশ সিং রাওয়াত, গঙ্গা সেবা সমিতির সভাপতি হর্ষবর্ধন শর্মা, কার্যনির্বাহী সভাপতি রাহুল শর্মা, রাজেন্দ্র পান্ডে, এসএস ভান্ডারি, কপিল গুপ্ত, দীপক ধমিজা, পৌরসভার কাউন্সিলর অনিতা রায়না, আন্ডার ইঞ্জিনিয়ার ইলেক্ট্রিসিটি ডিপার্টমেন্ট শক্তি সিং, প্রমুখ।