ইসলামপুর, ৩১ মে (হি.স.) :ছেলের বিয়ের নিমন্ত্রণ করতে বেরিয়ে পথ দুর্ঘটনায় মৃত্যু হল বাবার। বুধবার ঘটনাটি ঘটেছে ইসলামপুর থানার ঘোড়ামারা এলাকায় বাইপাসের উপর। জানা গিয়েছে, মৃত ওই ব্যক্তির নাম হাসিমুদ্দিন (৫০)। বাড়ি গুঞ্জরিয়া গ্রাম পঞ্চায়েতের নয়াবস্তি এলাকায়।
জানা গিয়েছে, আগামী পরশুদিন ওই ব্যক্তির ছেলের বিয়ে। সেই উপলক্ষ্যে এদিন তিনি নিমন্ত্রণ করতে বেরিয়েছিলেন। কিন্তু আর বাড়ি ফেরা হল না তাঁর। ইসলামপুর বাইপাসে বাইকে করে যাচ্ছিলেন ওই ব্যক্তি ও তাঁর আত্মীয়। সেইসময় পেছন থেকে একটি ছোট গাড়ি ধাক্কা মারে। ঘটনাস্থল থেকে গুরুতর জখম অবস্থায় তাঁদের উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে হাসিমুদ্দিনকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করা হলে, পথে মৃত্য হয় তাঁর। আরেকজন বর্তমানে চিকিৎসধীন খবর পেয়ে পরিবারের লোকজন হাসপাতালে পৌঁছে কান্নায় ভেঙে পড়েন। ভিড় সামলাতে ইসলামপুর থানার পুলিশ হাসপাতালে পৌঁছোয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।