হাফলঙে বিশ্ব তাম্বাকু দিবসে তামাক জাতীয় দ্রব্য বর্জনের আহ্বান

হাফলং (অসম), ৩১ মে (হি.স.) : তামাক জাতীয় দ্রব্য ব্যবহারে জটিল রোগে আক্রান্ত হওয়ার প্রচুর সম্ভাবনা রয়েছে। তামাক হার্টের রোগ, ফুসফুসে ক্যানসার ও স্ট্রোকের মতো পরিস্থিতি সৃষ্টি করতে পারে বলে মন্তব্য করে তামাক জাতীয় বর্জনের আহ্বান জানিয়েছেন ডিমা হাসাও জেলা চিফ মেডিক্যাল অফিসার (সিএমও) ডা. লীনা হাকমকসা।

আজ বুধবার বিশ্ব তামাক দিবস উপলক্ষ্যে হাফলং জেলা গ্রন্থাগার প্রেক্ষাগৃহে ডিস্ট্রিক্ট হেল্থ সোসাইটি, ন্যাশনাল টোবাকো প্রোগ্রাম ও ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটির সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে ডা. লীনা হাকমকসা বলেন তামাক জাতীয় দ্রব্য ব্যবহার মানুষের জীবনে জটিল রোগের সৃষ্টি করতে পারে। তামাক জাতীয় দ্রব্য ব্যবহারে হার্টের রোগ, ফুসফুসে ক্যানসার ও স্ট্রোকের ঝুঁকি বাড়িয়ে দেয়। তাই যে সকল মানুষ তামাক জাতীয় দ্রব্য ব্যবহার করেন তাঁদের এ সব ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে ডা. লীনা হাকমকসা, বিশেষ করে ছাত্রছাত্রীদের তামাক জাতীয় দ্রব্য থেকে দূরে থাকার আহ্বান জানান। এজন্য ডিমা হাসাও জেলাকে তামাক জাতীয় দ্রব্য-মুক্ত জেলা হিসেবে গড়ে তুলতে সবাইকে একজোট হয়ে কাজ করে যাওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

বিশ্ব তামাক দিবস উপলক্ষ্যে এদিন হাফলং জেলা গ্রান্থাগার প্রেক্ষাগৃহে আয়োজিত অনুষ্ঠানে উত্তর কাছাড় পার্বত্য পরিষদের প্রধানসচিব টিটি দাওলাগাপু বলেন, তামাক জাতীয় দ্রব্য ব্যবহারে মানুষের জীবনে বড় বিপদ ডেকে আনতে পারে। তাই তামাক জাতীয় দ্রব্য ব্যবহার বর্জন করার ডাক দিয়ে তিনি ছাত্রছাত্রীদের এ সম্পর্কে সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন। তিনি বলেন, কেউ যাতে শিক্ষা প্রতিষ্ঠানের সামনে তামাক জাতীয় সামগ্রী কেনা-বেচা করতে না পারে সে দিকে ছাত্রসমাজকে তীক্ষ্ণ দৃষ্টি রাখতে হবে। তাহলেই এক সুস্থ সমাজ গঠন করা সম্ভব। তাই এক্ষত্রে ছাত্রছাত্রীদের অধিক সচেতন হওয়ার আহ্বান জানান টিটি দাওলাগাপু।

এদিন বিশ্ব তামাক দিবস উপলক্ষ্যে স্কুল ও কলেজের ছাত্রছাত্রীদের সচেতনতা বৃদ্ধি করতে এক ক্যুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে স্কুল ও কলেজের প্রায় ৩০ জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করে। এবার বিশ্ব তামাক দিবসের থিম ছিল উই নিড ফুড নট টবাকো। অনুষ্ঠানে অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটির সচিব গৌতম দৈমারি, হাফলং সরকারি মহাবিদ্যালয়ের ইংলিশ বিভাগের অধ্যাপক দীনেশ তিওয়ারি, ড. এল ভাইপে, স্কুলসমূহের পরিদর্শক গায়ত্রী নাইডিং প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *