রাজগড়, ৩০ মে (হি. স. ) : গোপন সূত্রে খবর পেয়ে মধ্য প্রদেশের কুড়াওয়ার থানার পুলিশ হাইওয়ে-৪৬-এর ঝর্লা জোড় গ্রামের কাছে অভিযান চালিয়ে মাদকসহ এক যুবককে আটক করে । তার কাছ থেকে একটি প্লাস্টিকের ব্যাগে রাখা ১ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার হয়েছে. যার দাম ১৫ হাজার টাকা। মঙ্গলবার অভিযুক্তদের বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।
এদিন এসআই বাবন ঠাকুর জানান, গোপন সংবাদের ভিত্তিতে বোরখেদা এলাকার বাসিন্দা আজাদ সিং (৩৮)-কে গতকাল রাতে হাইওয়ে-৪৬-এর ঝাড়লা জোড় গ্রামের কাছে প্লাস্টিকের মধ্যে রাখা ১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। তার কাছ থেকে উদ্ধার হওয়া গাঁজার মূল্য ১৫ হাজার টাকা। পুলিশ অভিযুক্তের বিরুদ্ধে ৮/২০ এনডিপিএস আইনে মামলা নথিভুক্ত করে তদন্ত শুরু করেছে।