আমেদাবাদ, ৩০ মে (হি.স.): মহেন্দ্র সিং ধোনির এটাই কি শেষ আইপিএল? ফাইনালের শেষেই কি অবসর ঘোষণা করবেন তিনি? আইপিএলের ফাইনাল ম্যাচ জুড়ে ক্রিকেট মহলে ঘুরে ফিরে এসেছে প্রশ্নটা। প্রশ্নটা ছিল দর্শকদের মধ্যেও। সব কৌতূহল দূর করে ক্যাপ্টেন কুল জানিয়ে দিলেন, তিনি থাকছেন। সমর্থকদের জন্যই খেলা চালিয়ে যেতে চান।
পঞ্চমবার আইপিএল শিরোপা জিতে ইতিহাস গড়েছেন ধোনি।
ম্যাচ জিতে ধোনি জানান, জানি, এটাই হয়তো সময় অবসর ঘোষণার। কিন্তু যেভাবে মানুষ আমায় ভালবাসা দিয়েছে, আমার প্রতি যে বিশ্বাস, স্নেহ দেখিয়েছে, সেখান থেকে মনে হচ্ছে আরও কটামাস কাটিয়ে দিয়ে মাঠে ফিরব। জানি না শরীর কতটা সঙ্গ দেবে।
তবে খেললে এই সমর্থকদের জন্যই খেলব।