আমেদাবাদ, ৩০ মে (হি.স.): পেন্ডুলামের মতো দুলতে থাকা ম্যাচ। শেষ পর্যন্ত গড়াল শেষ ওভারে। সেখানেও রোমাঞ্চ। প্রথম চার বলে গুজরাট টাইটান্সকে শিরোপার হাত ছোঁয়া দূরত্বে নিয়ে গেলেন মোহিত শর্মা। তবে শেষ দুই বলে ১০ রানের সমীকরণে পরপর ছক্কা-চারে গুজরাটের মুঠো থেকে জয় ছিনিয়ে নিলেন রবীন্দ্র জাদেজা। রুদ্ধশ্বাস জয়ে পঞ্চমবারের মতো আইপিএলে চ্যাম্পিয়ন হলো চেন্নাই সুপার কিংস। ছুঁয়ে ফেলল পাঁচ বারের চ্যাম্পিয়ন মুম্বইকে।
শিরোপা লড়াইয়ে সোমবার রাতে মহেন্দ্র সিং ধোনির দল ডাকওয়ার্থ লুইস স্টান পদ্ধতিতে জিতেছে ৫ উইকেটে।
আইপিএল ফাইনালে সর্বোচ্চ ২১৪ রানের পুঁজি গড়ে গুজরাট। বৃষ্টিতে চেন্নাইয়ের নতুন লক্ষ্য দাঁড়ায় ১৫ ওভারে ১৭১। কাঙ্ক্ষিত ঠিকানায় পৌঁছে যায় তারা শেষ বলে।
টানা দ্বিতীয় শিরোপা জয়ের আশা চুরমার হয়ে গেল গুজরাটের।

