কম্বোডিয়ার রাজার ভারত সফর দৃঢ় সভ্যতার বন্ধনকে পুনর্ব্যক্ত করে : এস জয়শঙ্কর

নয়াদিল্লি, ৩০ মে (হি.স.): ভারত সফরে আসা কম্বোডিয়ার রাজা নরোদম সিহামোনির সঙ্গে সাক্ষাৎ করেছেন ভারতের বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর। মঙ্গলবার দিল্লিতে এস জয়শঙ্কর ও কম্বোডিয়ার রাজার মধ্যে দ্বিপাক্ষিক নানা বিষয়ে মতবিনিময় হয়েছে। এস জয়শঙ্কর জানিয়েছেন, কম্বোডিয়ার রাজার ভারত সফর দৃঢ় সভ্যতার বন্ধনকে পুনর্ব্যক্ত করে।

বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর টুইট করে জানিয়েছেন, ভারত ও কম্বোডিয়া যখন কূটনৈতিক সম্পর্কের ৭০-তম বর্ষপূর্তি উদযাপন করছে, সেই সময় কম্বোডিয়ার রাজার ভারত সফরের মাধ্যমে আমাদের মধ্যে সুদৃঢ় সভ্যতাগত বন্ধন পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে। ঐতিহ্য সংরক্ষণ, নিষ্কাশন, জল সংরক্ষণ এবং আর্থ-সামাজিক প্রকল্পগুলিতে সহযোগিতার মাধ্যমে তা প্রকাশ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *