নয়াদিল্লি, ২৯ মে (হি.স.): ফের আবহাওয়া বদলে গেল রাজধানী দিল্লিতে। সোমবার ভোররাত থেকেই আবহাওয়া একেবারে পাল্টে যায় রাজধানী দিল্লিতে, প্রবল বৃষ্টিতে ভিজেছে দিল্লি ও এনসিআর অঞ্চল। বৃষ্টির পাশাপাশি প্রবল বেগে হাওয়া বইতে থাকে। বৃষ্টির দরুণ দিল্লির তাপমাত্রা এদিন অনেকটাই কমেছে।
দিল্লির যন্তর মন্তর এলাকা, সংসদ মার্গ প্রভৃতি এলাকায় সোমবার ভোররাত থেকেই বৃষ্টি শুরু হয়, বৃষ্টি চলে অনেকটাই সময়। দিল্লির পাশাপাশি এদিন ভোররাত থেকে বৃষ্টিতে ভিজেছে গুরুগ্রাম, ঝাজ্জর, রোহতক, নূহ প্রভৃতি জায়গায়। বৃষ্টির সৌজন্যে ঘর্মাক্ত গরম থেকে রেহাই পেয়েছে দিল্লি-এনসিআর অঞ্চল।