মুর্শিদাবাদে ফের বোমাবাজি নিয়ে সরব দিলীপ

কলকাতা, ২৯ মে (হি. স.) : মুর্শিদাবাদে ফের বোমাবাজি নিয়ে সরব হলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ।

সোমবার নিউ টাউনে প্রাতভ্রমণের সময় প্রতিক্রিয়ায় তিনি বলেন, “বোমাবাজি পশ্চিমবঙ্গে কোনও খবর না। যেদিন বোমা ফাটবে না, সেটাই খবর। তৃণমূল অবৈধ কারখানা খুলেছে। পুলিস টাকা নিচ্ছে। এই বোমা নানা জায়গায় সাপ্লাই হয়। কিভাবে সেই বোমা ব্যবহার হচ্ছে, সেটা এখন তৃণমূল হাড়ে হাড়ে টের পাচ্ছে। সেই বোমার আঘাতে তাদের লোকেরাই মারা যাচ্ছে।”

প্রসঙ্গত, রবিবার সন্ধ্যায় মুর্শিদাবাদে বোমাবাজিতে খুন হন তৃণমূলের পঞ্চায়েত সদস্যের ভাই। বড়ঞা থানা এলাকায় এলাকা দখলকে কেন্দ্র করে তৃণমূলের দুই গোষ্ঠীর সদস্যদের মধ্যে সংঘর্ষ বাধে। আর সংঘর্ষকে কেন্দ্র করে এলাকায় বোমাবাজির ঘটনা ঘটে। এই ঘটনার জেরে ইতিমধ্যে ১ জনের মৃত্যু হয়েছে এবং গুরুতর আহত হয়েছেন আরও ২ জন। মৃতদেহ আটকে বিক্ষোভ দেখায় উত্তেজিত জনতা। গরিব মানুষদের ধরে কোনও লাভ হবে না, মূল ষড়যন্ত্রকারীকে ধরতে হবে। বড়ঞার বোমাবাজি প্রসঙ্গে মন্তব্য করেন ফিরহাদ হাকিম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *