দুর্নীতিমুক্ত সরকার পরিচালনা সম্ভব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৯ বছরের কার্যকালে প্রমাণ করেছেন : মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৯ মে (হি.স.): দুর্নীতিমুক্ত সরকার পরিচালনা সম্ভব। ৯ বছরের কার্যকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রমাণ করেছেন। আজ ত্রিপুরায় সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সাথে মত বিনিময়ে দৃঢ় প্রত্যয়ের সুরে একথা বলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক(ডা.) মানিক সাহা। তাঁর কটাক্ষ, পূর্বতন সরকার আকণ্ঠ দুর্নীতিতে নিমজ্জিত ছিল।
এদিন মুখ্যমন্ত্রী ডা. সাহা প্রধানমন্ত্রীর নয় বছর পূর্তির সাফল্যের খতিয়ান তুলে ধরেন। ২০১৪ সালে নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হয়েছিল। এরপর থেকে দেশে উন্নয়নের ধারা বইতে শুরু করেছে বলে দাবি করেছেন তিনি। তাঁর কথায়, দেশে এখনো পর্যন্ত সাড়ে ৩ কোটি ঘর প্রদান করা হয়েছে। ত্রিপুরায় এখনো পর্যন্ত গ্রামীণ এলাকায় ২ লক্ষাধিক এবং শহরে ৮৭ হাজার প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর প্রদান করা হয়েছে। প্রধানমন্ত্রী আবাস যোজনায় আরও ১ লক্ষ ঘর মঞ্জুর করেছে কেন্দ্রীয় সরকার।
তারঁ দাবি, প্রধানমন্ত্রীর মতে উত্তর পূবার্ঞ্চলের উন্নয়ন ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়। তাই ত্রিপুরাকে তিনি হিরা মডেল দিয়েছেন। তারঁ কটাক্ষ, পূর্বতন সরকারের আমলে ত্রিপুরায় জলপথের যোগাযোগের দিক থেকে কখনো ভাবা হয়নি। কিন্তু বর্তমানে ত্রিপুরায় জলপথে যোগাযোগের কথা ভাবা হচ্ছে।
তিনি বলেন, ২০১৪ সালের পূর্বে দেশে বিশ্বমানের একটিও ট্রেন ছিল না। কিন্তু এই নয় বছরে প্রধানমন্ত্রী কার্য্যকালে নয়টি বিশ্বমানের ট্রেন চালু হয়েছে। ত্রিপুরায় ১২-১৩টি এক্সপ্রেস ট্রেন চলাচল করছে। তাছাড়া ২০১৪ সালের পূর্বে মাত্র ৫টি শহরে মেট্রো পরিষেবা ছিল। বর্তমানে বিজেপি সরকারের শাসনকালে ১৫টি শহরে মেট্রো পরিষেবা চালু আছে। তাঁর বক্তব্য, এই নয় বছরে দেশে মোট ৭০০টি নতুন মেডিকেল কলেজ স্থাপন করা হয়েছে। ত্রিপুরায় ডেন্টাল কলেজ স্থাপন করা হয়েছে। আগামী দিনে ত্রিপুরায় এইমসের ধাঁচে হাসপাতাল তৈরি হবে বলে আশা ব্যক্ত করে বলেন তিনি। সাথে তিনি যোগ করেন, শীগ্রই আগরতলা থেকে চট্টগ্রাম বিমান পরিষেবা চালু করা হবে।
তিনি আরও বলেন, এই নয় বছরে দেশে ৩৯০ টি নতুন বিশ্ববিদ্যালয় স্থাপন করা হয়েছে। আয়ুষ্মান ভারত প্রকল্পের মাধ্যমে গরীব অংশের মানুষদের বিনামূল্যে চিকিৎসা পরিষেবা প্রদান করেছেন নরেন্দ্র মোদী। তাঁর নেতৃত্বে জনঔষধি কেন্দ্র চালু করা হয়েছে। এই জনঔষধি কেন্দ্রে মানুষ কম মূল্যে ঔষধ পাচ্ছেন।
তাঁর দাবি, ১৪০ কোটি দেশবাসীর আশা-আকাঙ্ক্ষা পূরনে এবং কৃষি, বিজ্ঞান, উন্নত স্বাস্থ্য পরিষেবা, পরিকাঠামো, যোগাযোগ ব্যবস্থা, গুনগত শিক্ষার প্রসার এবং নারী ক্ষমতায়ন সহ সবক্ষেত্রেই দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে পরিচালিত বিজেপি সরকার কাজ করে যাচ্ছে।
তারঁ কটাক্ষ, পূর্বতন সরকার দুর্নীতির সাথে জড়িত ছিল। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নয় বছরের কার্য্যকালে প্রমাণ করে দিয়েছেন দুর্নীতি ছাড়াও একটি সরকার পরিচালনা সম্ভব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *