খেদা, ২৯ মে (হি.স.): গুজরাটের খেদা জেলায় ভয়াবহ আগুন লাগল একটি প্লাস্টিক ফ্যাক্টরিতে। সোমবার খেদা জেলার গোবলেজ গ্রামে অবস্থিত একটি প্লাস্টিক ফ্যাক্টরিতে ভয়াবহ আগুন লাগে। ওই ফ্যাক্টরির ভিতরে প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ মজুত থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যেই গোটা ফ্যাক্টরি আগুনের গ্রাসে চলে যায়।
অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই আগুন নেভাতে পৌঁছে যায় দমকলের মোট ৮টি ইঞ্জিন। দীর্ঘ সময় ধরে আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন দমকল কর্মীরা। শেষ পাওয়া খবর অনুযায়ী, আগুন এখনও নেভানো সম্ভব হয়নি। কীভাবে আগুন লাগল, তা দমকল কর্মীরা খতিয়ে দেখছেন। এই অগ্নিকাণ্ডে কেউ হতাহত হননি। তবে, প্রচুর ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।