কাজল স্মৃতি ফুটবল দিয়ে মরশুম শুরু আনন্দমার্গকে হারিয়ে উমাকান্তের সূচনা

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৯ মে।। শুরু হলো ফুটবল মরশুম। আন্ত: স্কুল ফুটবল তথা অনূর্ধ্ব ১৭ কাজল মেমোরিয়াল ফুটবল টুর্নামেন্ট দিয়ে শুরু হয়েছে এবারকার মরশুম। উদ্বোধনী ম্যাচে দুর্দান্ত জয় পেয়েছে উমাকান্ত একাডেমি ইংলিশ মিডিয়াম স্কুল। ৮-১ গোলের বড় ব্যবধানে হারিয়েছে আনন্দমার্গ দ্বাদশ শ্রেণি স্কুলকে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে কাজল মেমোরিয়াল আন্ত: স্কুল টুর্নামেন্ট দিয়েই ত্রিপুরা ফুটবল এসোসিয়েশনের মরশুম শুরু হয়েছে। শুরুর ম্যাচটা একতরফা হয়েছে বলা চলে। তবে খেলা শুরুতে ঠিক তিন মিনিটের মাথায় আনন্দমার্গ স্কুলের পক্ষে আরিয়ান সূত্রধর এর গোল স্পটারদের পাশাপাশি দর্শকদেরও নজর কেড়েছে। এই এক গোলে পিছিয়ে থেকে উমাকান্ত ইংলিশ মিডিয়ামের দৌরাত্ম শুরু হলে পেছনে তাকানোর আর অবকাশ পায়নি। প্রথমার্ধে উমাকান্ত ইংলিশ মিডিয়াম স্কুল ছয়-এক গোলে এগিয়েছিল। দ্বিতীয়ার্ধে আরও দুটো গোল। সব মিলে আট-এক গোলের ব্যবধানে আনন্দমার্গ স্কুলকে পরাজিত করে মূল পর্বের লক্ষ্যে এক ধাপ এগিয়ে রয়েছে। উমাকান্ত একাডেমির পক্ষে প্রথম গোল দীপঙ্কর চক্রবর্তীর পা থেকে ১৩ মিনিটের মাথায়। দীপঙ্কর অবশ্য আরও একটি গোল করে ২৫ মিনিটের মাথায়। একইভাবে এলবার্ট শর্মা সরকারও দুটি গোল করে খেলার দুই অর্ধে। প্রথম গোলটি আঠারো মিনিটের মাথায় এবং দ্বিতীয় গোল ৪৪ মিনিটে। প্রথমার্ধের শেষদিকে শ্রীশান্ত সরকার পরপর দুটি গোল করে যথাক্রমে ২৮ ও ৩০ মিনিটের মাথায়। এছাড়া, খেলার ২৭ মিনিটের মাথায় অনুপ ত্রিপুরা এবং দ্বিতীয়ার্ধে  ৪৯ মিনিটের মাথায় অভিনব ভৌমিক একটি করে গোল করে। খেলায় অসদাচরণের দায়ে বিজয়ী দলের দীপঙ্কর চক্রবর্তী এবং এলবার্ট শর্মা সরকারকে আবার হলুদ কার্ডও দেখতে হয়। ম্যাচ পরিচালনায় ছিলেন রেফারি চিরঞ্জিত দেববর্মা, সুকান্ত দত্ত, রাজীব ত্রিপুরা ও সুপ্রিয়া দাস। খেলা শুরুর আগে এক বিশেষ অনুষ্ঠানে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন হয়। খেলোয়াড়দের সঙ্গে পরিচিতি এবং বলে কিক মেরে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রাক্তন ফুটবলার শুভেনজিৎ সিনহা। অনুষ্ঠানে ত্রিপুরা ফুটবল এসোসিয়েশনের অন্যান্য পদস্থ কর্মকর্তাবৃন্দও উপস্থিত ছিলেন। দিনের খেলা: সুধন্য দেববর্মা মেমোরিয়াল স্কুল খেলবে মধুবন কাঠালতলী হাই স্কুলের বিরুদ্ধে। বিকেল চারটায় উমাকান্ত মিনি স্টেডিয়াম।