লখনউ, ২৯ মে (হি.স.): ভারত সর্বদা প্রতিবেশী দেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করেছে। বললেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সোমবার উত্তর প্রদেশের লখনউতে নরেন্দ্র মোদী সরকারের ৯ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জোর দিয়ে বলেছেন, “এখন ভারতের দিকে কেউ বাঁকা দৃষ্টিতে তাকাতে পারবে না। ভারত সব সময়ই প্রতিবেশী দেশগুলির সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখার চেষ্টা করেছে।”
মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আরও বলেছেন, “বর্তমানে ভারতীয় সীমান্ত সম্পূর্ণ নিরাপদ।” এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরীও। তিনি মোদী সরকারের বিভিন্ন কল্যাণমূলক প্রকল্পের কথা তুলে ধরেছেন।

