লখনউ, ২৯ মে (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিগত ৯ বছরে যত কাজ হয়েছে, তা আগে কখনও হয়নি। এই মন্তব্য করলেন কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা হরদীপ সিং পুরী। সোমবার লখনউতে মোদী সরকারের ৯ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত একটি অনুষ্ঠানে কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী বলেছেন, “প্রখ্যাত একজন ব্যক্তিত্ব রয়েছে, গুনার মারদাল। একটি বইতে তিনি লিখেছিলেন, “ব্রিটিশ অভিজাতরা ভারত ছেড়েছে, একটি অভিন্ন ভারতীয় আভিজাত্যকে পিছনে ফেলে। তার মানে ব্রিটিশ শাসনের অবসান ঘটলেও তাঁদের কাছ থেকে যারা রাজনৈতিক ক্ষমতা পেয়েছে তাঁরা তাদের মতোই। তাই, প্রধানমন্ত্রী মোদী বলেছিলেন ২০৪৭ সালের মধ্যে ভারতকে একটি উন্নত দেশে পরিণত করা তাঁর সংকল্প।”
কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ৯ বছরে দেশে যে পরিমাণ কাজ হয়েছে, তা আগে কখনও হয়নি। ইউপিএ সরকার ২০০৪ থেকে ২০১৪ পর্যন্ত ভ্যাকসিন তৈরির ক্ষমতা বন্ধ করে দিয়েছিল। করোনার সময়কালে, আমরা ২২৪ কোটিরও বেশি ডোজ ভ্যাকসিন তৈরি করেছি। আমাদের ভ্যাকসিন ১০০টিরও বেশি দেশের মানুষকে দেওয়া হয়েছিল।
পুরী আরও বলেছেন, ১৫ আগস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লালকেল্লা থেকে পরিচ্ছন্নতার প্রতিশ্রুতি নিয়েছিলেন। ১১ কোটিরও বেশি টয়লেট তৈরি করা হয়েছে। বর্তমানে গোটা দেশ প্রকাশ্যে মলত্যাগ মুক্ত। প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে শুরু করে অন্যান্য প্রকল্প নিয়ে আলোচনা করেছেন পুরী। তিনি বলেন, প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় শহরাঞ্চলে তিন কোটি অনুমোদন করা হয়েছে। শুধু উত্তর প্রদেশেই ১৭ লক্ষ বাড়ি তৈরি হয়েছে।