গঙ্গারামপুর, ২৮ মে (হি.স.) : চিকিৎসার গাফিলতিতে রোগীর মৃত্যুর অভিযোগে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। রবিবার ঘটনাটি ঘটেছে গঙ্গারামপুর থানার কালদিঘিতে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম শ্যামলী ওরাওঁ (২৭)।
জানা গিয়েছে, গঙ্গারামপুর থানার ফুলবাড়ি ধোপাদিঘি মোস্তাফাপুর গ্রামের বাসিন্দা নির্মল এক্কা। পেশায় তিনি পরিযায়ী শ্রমিক। স্ত্রী শ্যামলী ওরাওঁ এবং এক ছেলে, এক মেয়েকে নিয়ে নির্মলের সংসার। স্ত্রী ও ছেলে মেয়েকে বাড়িতে রেখে নির্মলবাবু কিছুদিন আগে ভিন রাজ্যে কাজে গিয়েছেন। অভিযোগ, শনিবার দুপুরে স্বাস্থ্যকর্মীরা শ্যামলী দেবীকে বন্ধত্বকরণের জন্য গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসে। রাতে হাসপাতালে ভর্তি ছিলেন।
এদিন সকালে পরিবারের লোকজন জানতে পারেন শ্যামলীর মৃত্যু হয়েছে। বিষয়টি জানাজানি হতেই গৃহবধূর বাপের বাড়ির লোকজন সহ গ্রামবাসীরা হাসপাতালে ছুটে আসেন। চিকিৎসার গাফিলতিতে গৃহবধূর মৃত্যুর অভিযোগ তুলে বিক্ষোভে ফেটে পড়েন সকলে। এরপর ৫১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন গৃহবধূর আত্মীয়স্বজন ও গ্রামবাসীরা। খবর পেয়ে গঙ্গারামপুর মহকুমা পুলিশ আধিকারিক দীপাঞ্জন ভট্টাচার্য ও গঙ্গারামপুর থানার আইসি শান্তনু মিত্রের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছোয়। নামানো হয় রেফ ও কমব্যাট ফোর্স। এদিন অবরোধের জেরে আটকে পড়েন যাত্রীরা।