সোমবার থেকে দিল্লি সফরে মুখ্যমন্ত্রী গেহলট

জয়পুর, ২৮ মে (হি.স.) : আগামীকাল ২৯ মে দিল্লি যাবেন মুখ্যমন্ত্রী অশোক গেহলট। রাজস্থান হাউসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে অংশ নিয়ে ৩০ মে জয়পুরে ফিরবেন তিনি।

সূচি অনুযায়ী, মুখ্যমন্ত্রী গেহলট জয়পুর থেকে ২৯ মে সকাল ১০ টায় একটি বিশেষ ফ্লাইটে রওনা হবেন এবং ১১ টায় দিল্লি পৌঁছাবেন। বিকেল ৫টায় রাজস্থান হাউসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে যোগ দেওয়ার পর দিল্লিতে রাত কাটাবেন তিনি। পরদিন ৩০ মে মুখ্যমন্ত্রী দুপুর ১২ টায় দিল্লি ত্যাগ করবেন এবং দুপুর ১ টায় জয়পুর পৌঁছবেন।