আগরতলা, ২৮ মে(হি.স.): প্রধানমন্ত্রীর কার্যকালে নয় বছরে দেশের সাধারণ মানুষের জন্য যে জনকল্যাণমুখী কার্যকলাপ বাস্তবায়ন করছে তা জনসম্মুখে নিয়ে যাওয়ার জন্য বিজেপি দলের পক্ষ থেকে একমাস ব্যাপী কর্মসূচী পালন করা হবে।আজ প্রদেশ বিজেপি কার্যালয়ে বিজেপি মহিলা মোর্চার কার্য্যকারিণী বৈঠকে এমটাই জানালেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য।
এদিন তিনি বলেন, আগামী ৩০ মে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৯ বছর কার্যকাল সম্পন্ন হবে।এর লক্ষ্যে আগামী ৩০ মে থেকে ৩০ জুন পযর্ম্ত একমাস ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে বিজেপি সরকার।এরই অঙ্গ হিসেবে জেলা স্তরে,রাজ্য স্তরে সংগঠিত হচ্ছে কার্যকারিণী বৈঠক।
তিনি আরও বলেন, কার্যকারিণী বৈঠকের মূল উদ্দেশ্য হল প্রধানমন্ত্রীর ৯ বছরে কার্যকলাপ রাজ্যবাসীর দুয়ারে দুয়ারে কীভাবে পৌঁছে দেওয়া যায় সেই বিষয়ে বৈঠক।বিজেপির ৭টি মোর্চার উদ্যোগে কার্যকারিণী বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন তিনি।

