নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ মে৷৷ লংতরাইভ্যালীর লালছড়া গ্রামে দীনমোহন কারবারী পাড়ায় স্ত্রীর হাত কুপিয়ে দেহ থেকে আলাদা করে দিল মদ্যপ স্বামী, শ্বশুর শাশুড়িও গুরুতর৷ রোমহর্ষক এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চলের সৃষ্টি হয়েছে৷ মাজিক অবক্ষয় চরম পর্যায়ে এসে দাঁড়িয়েছে৷ ধলাই জেলার লংতরাইভ্যালী মহকুমার ছৈলেংটার দীনমোহন কারবারী পাড়ায় বৃহস্পতিবার রাতে মদ্যপ স্বামীর হাতে আক্রান্ত হয়েছেন স্ত্রী, শশুর এবং শাশুড়ি৷ আকণ্ঠ মদ্যপান করে বাড়িতে এসে সমর সেন চাকমা নামে এক ব্যক্তি তার স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে একটি হাত দেহ থেকে সম্পূর্ণ আলাদা করে দিয়েছে৷ চিৎকার শুনে শশুর শাশুড়ি এগিয়ে এলে পাষণ্ড জমাতা শশুর শাশুড়িকেও দাঁড়ালো অস্ত্র দিয়ে পরপর আঘাত করতে থাকে৷ তাতে শ্বশুর-শাশুড়িও গুরুতর অভাবে ভাবে আহত হন৷ ঘটনা বৃহস্পতিবার রাত সোয়া নয়টা নাগাদ৷ ঘটনার পর চিৎকার চেঁচামেচিতে পার্শবর্তী এলাকার লোকজনরা ছুটে আসেন৷ খবর দেওয়া হয় ছৈলেংটা থানার পুলিশকে৷ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলের ছুটে এসে তিনজনকেই উদ্ধার করে অ্যাম্বুলেন্সে করে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়৷ কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসার পর তাদেরকে কুলাই জেলা হাসপাতালে স্থানান্তর করেন৷৷ আহতরা হল গৃহবধূ মায়া রানী চাকমা শশুর বুদুঙ্গা চাকমা এবং শাশুড়ি মুম্বি চাকমা৷ পুলিশ এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে৷ ঘটনার পরপরই অভিযুক্ত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়৷ তাকে আটক করার জন্য পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে৷ এদিকে ঘটনাকে কেন্দ্র করে এলাকার স্থানীয় জনগণের তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে৷৷ এলাকাবাসী জানিয়েছেন অভিযুক্ত প্রতিনিয়তই আকণ্ঠ মদ্যপান করে বাড়িতে এসে ঝামেলা বাধাতো৷ গতকাল রাতেও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে৷ অভিযুক্তকে গ্রেপ্তার এবং কঠোর শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী৷ স্থানীয় সূত্রের জানা যায় আক্রান্ত গৃহবধূ ৫ সন্তানের জননী৷ তার একটি হাত দেহ থেকে আলাদা করে দেওয়ায় সন্তানদের ভবিষ্যৎ নিয়েও প্রশ্ণ উঠেছে৷
2023-05-26

