নয়াদিল্লি, ২৬ মে (হি.স.): আগামী সপ্তাহে ভারত সফরে আসছেন আমেরিকার প্রতিরক্ষা সচিব লয়েড জেমস অস্টিন তৃতীয়। ভারতের পাশাপাশি তিনি জাপান, সিঙ্গাপুর ও ফ্রান্সেও যাবেন। সফরের শুরুতে তাঁর জাপান সফরে যাওয়ার কথা, এরপর সিঙ্গাপুরে যাওয়ার কর্মসূচি রয়েছে, সেখান থেকে আসবেন ভারতে এবং সবশেষে ফ্রান্সেও যাবেন আমেরিকার প্রতিরক্ষা সচিব লয়েড জেমস অস্টিন তৃতীয়।
ভারত সফরে এসে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ও অন্যান্য নেতৃত্বের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন আমেরিকার প্রতিরক্ষা সচিব লয়েড জেমস অস্টিন তৃতীয়। প্রসঙ্গত, ভারত ও আমেরিকা প্রতিরক্ষা অংশীদারিত্বের আধুনিকায়ন অব্যাহত রেখেছে।