নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ মে৷৷ তেলিয়ামুড়ায় বিজেপির কার্যকারণে বৈঠকে আনুষ্ঠানিকভাবে সিপিআইএম ছেড়ে বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন পুরপিতা সুখেন্দু বিকাশ দেব ও প্রাক্তন হ গ ব পন্থি শিক্ষক নেতা দীপক রায়৷
জ্যের বিভিন্ন মন্ডলের সাথে একই দিনে বিজেপি তেলিয়ামুড়া মন্ডলের উদ্যোগে তেলিয়ামুড়া টাউন হলে মন্ডলের কার্যকর্তাদের নিয়ে কার্যকারিনি বৈঠক অনুষ্ঠিত হয় ৷ কার্যকারিনি সভাতে উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহা রায়, বিজেপি খোয়াই জেলার সাধারণ সম্পাদক জয়ন্ত সাহা ও সমীর দাস, তেলিয়ামুড়া মন্ডল সভাপতি রঞ্জিত সূএধর, পৌর পিতা রূপক সরকার, সহকারী পৌর পিতা মধুসূদন রায়, প্রাক্তন পৌর পিতা নীতিন কুমার সাহা সহ মন্ডলের অন্যান্য কর্মকর্তারা৷ কার্যকারিনি বৈঠকের পূর্বে তেলিয়ামুড়া টাউন হল প্রাঙ্গণের সামনে বিজেপির দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়৷ এদিনের কার্যকারিনি বৈঠকে বিজিপির কর্মী সমর্থকদের উপস্থিতির ছিল বেশ লক্ষণীয়৷
এদিনের এই সভায় তেলিয়ামুড়া পৌর পরিষদের সি পি আই এম দলের প্রাক্তন সুখেন্দু বিকাশ দেব ও প্রাক্তন হ গ ব পন্থি শিক্ষক নেতা দীপক রায় বি জে পি দলে যোগদান করেন৷ বি জেপি দলে যোগদান কারীদের হাতে বিধায়িকা কল্যানী সাহা রায় সহ অন্যান্যরা নেতৃত্বরা ফুলের তোড়া এবং বিজেপি দলের পতাকা তুলে দিয়ে বরন করে নেন৷
2023-05-26