চেন্নাই, ২৬ মে (হি.স.): তামিলনাড়ু বিজেপির সভাপতি কে আন্নামালাই অভিযোগ করেছিলেন, রাজ্য সরকারের মন্ত্রী সেন্থিল বালাজি বড় দুর্নীতির সঙ্গে জড়িত। তামিলনাড়ুর সেই মন্ত্রী সেন্থলি বালাজি ঘনিষ্ঠ সরকারি ঠিকাদারের বাড়ি ও অফিসে হানা দিল আয়কর দফতর। তামিলনাড়ুর চেন্নাই, কারুর-সহ মোট ৪০টিরও বেশি ঠিকানায় চলছে আয়কর হানা।
আয়কর কর্তৃপক্ষ শুক্রবার সকাল থেকে রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী ভি সেন্থিল বালাজির ঘনিষ্ঠ তামিলনাড়ুর বিভিন্ন স্থানে সমন্বিত অনুসন্ধান শুরু করেছে। পুলিশ সূত্র জানিয়েছে, চেন্নাই, কারুর এবং কোয়েম্বাটোর-সহ বিভিন্ন স্থানে তল্লাশি চালানো হচ্ছে, মন্ত্রীর ঘনিষ্ঠ ব্যক্তিদের ঠিকানায়।