সংসদের নতুন ভবনের উদ্বোধন গণতন্ত্রের উৎসব : এস জয়শঙ্কর

নর্মদা, ২৬ মে (হি.স.): সংসদের নতুন ভবনের উদ্বোধন আসলে গণতন্ত্রের উৎসব। এই মন্তব্য করলেন দেশের বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর। শুক্রবার গুজরাটের নর্মদায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর বলেছেন, “সংসদের নতুন ভবনের উদ্বোধন গণতন্ত্রের উৎসব। এটি সংঘাতের ইস্যু হওয়া উচিত নয়। যে কোনও কিছুর জন্য রাজনীতি করার একটা সীমা আছে। আমি মনে করি আমাদের সকলের একসঙ্গে এটি উদযাপন করা উচিত।”

উল্লেখ্য, দু’দিনের সফরে শুক্রবার সকালেই গুজরাটের নর্মদায় পৌঁছেছেন বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর। এদিন সকালে ভাদোদরা বিমানবন্দরে পৌঁছন এস জয়শঙ্কর। সেখান থেকে তিনি যান নর্মদায়। সেখানে বেশ কিছু কর্মসূচি রয়েছে তাঁর। এদিন সংসদ আদর্শ গ্রাম যোজনার অধীনে গৃহীত নর্মদার তিলকভাদা তালুকার ব্যাধর গ্রামে স্মার্ট অঙ্গনওয়াড়ির ভূমিপূজন করেছেন এস জয়শঙ্কর। এরই ফাঁকে নতুন সংসদ ভবনের উদ্বোধন নিয়ে মন্তব্য করলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *