ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৬ মে।।উৎসবের মেজাজে শুক্রবার ত্রিপুরা স্পোর্টস স্কুল প্রাঙ্গনে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২৪ তম জন্মদিন পালন করা হয়। কবির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে ছাত্রছাত্রী ও শিক্ষিক শিক্ষিকারা শ্রদ্ধা নিবেদন করেন। তাছাড়া ইকো- ক্লাবের উদ্যোগে চিত্রাঙ্কন প্রতিযোগিতাও অনুষ্ঠিত হয়। ৪০ জন বালিকা এবং ২১ জন বালক বিভিন্ন বিভাগে প্রতিযোগিতায় অংশ নেয়। এই অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষিকা বিনা মগ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছেন।
2023-05-26