খড়িবাড়ি, ২৬ মে (হি. স.) : শিলিগুড়িতে খড়িবাড়ি ব্লকের বাতাসি জামাতুল্লা প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বিদ্যুতের খুঁটিতে টানা দেওয়া তারে বিদ্যুৎ সংযোগ হয়ে বিদুৎপৃষ্ট হল এক পড়ুয়া। কোনক্রমে প্রতিবেশীদের তৎপরতায় রক্ষা পেল ওই পড়ুয়া। শুক্রবার ঘটনাটি ঘটেছে।
গরমের ছুটির জন্য স্কুল এখন বন্ধ। সপ্তাহ খানেক আগে বিদ্যুৎ দফতরের ঠিকাদার সংস্থা ওই এলাকায় বিদ্যুতের পুরোনো তার সরিয়ে নতুন করে বিশেষ ধরনের কেবল লাগানোর কাজ শুরু করে। নতুন বিদ্যুতের খুঁটিকে টানা দেওয়ার জন্য একটি তার স্কুলের মাঠে টেনে পুঁতে দেওয়া হয়েছে। আজ সকাল সাড়ে ৮টা নাগাদ স্থানীয় শিশুরা স্কুল মাঠে খেলা করার সময় শুভশ্রী সিংহ নামে ষষ্ঠ শ্রেণীর এক পড়ুয়া ওই তারে হাত দিলে বিদুৎপৃষ্ট হয়। শিশুটির চিৎকারে এক নির্মাণশ্রমিক প্লাস্টিক হাতে জড়িয়ে শিশুটিকে উদ্ধার করে বাতাসি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। শুভশ্রীকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় বলে খবর।
এদিকে, খবর পেয়ে খড়িবাড়ি বিদ্যুৎ বন্টন কোম্পানির স্টেশন ম্যানেজার বিশ্বজিৎ দত্ত সহ বিদ্যুৎ দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে আসেন। বিদ্যুৎ কর্মীরা বিদ্যুতের লাইন পরীক্ষা করে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে। বিদ্যুৎ দফতরের আধিকারিকরা অসুস্থ শিশুটির বাড়ি গিয়ে খোঁজখবর নেন।