সুস্থ হচ্ছে উদয়পুর, ১৫ দিনে একটিও করোনা রোগী হাসপাতালে ভর্তি হয়নি

উদয়পুর, ২৫ মে (হি.স.): করোনা নিয়ে উদয়পুরে স্বস্তির খবর এসেছে। গত ১৫ দিনে করোনা আক্রান্ত কেউ হাসপাতালে ভর্তি হয়নি। পাশাপাশি স্বস্তির বিষয়, যারা হালকা সংক্রমণ নিয়ে আসছেন তারাও হোম আইসোলেশনেই সুস্থ হয়ে উঠছেন।

সরকারি মহারানা ভূপাল হাসপাতালের সুপারিনটেনডেন্ট ডাঃ আর.এল. সুমন বৃহস্পতিবার জানান, গত বছরের ২০২২ সালের শেষের দিকে ওমিক্রন ভ্যারিয়েন্টের কিছু রোগী আসতে শুরু করে এবং গত ৪ মাসে প্রতি মাসে প্রায় ৪০-৫০ জন রোগী ভর্তি হয়। কিন্তু, গত ১৫ দিন ধরে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা শূন্য হয়েছে, যা আনন্দদায়ক। তিনি আরও জানান, কিছু সংখ্যক করোনা পরীক্ষা এখনও পজিটিভ আসছে, তবে তারা হোম আইসোলেশন থেকে সেরে উঠছে।