মহারাষ্ট্র: হিঙ্গোলি জেলায় ট্রাক-টেম্পোর সংঘর্ষে মৃত ৫

মুম্বই, ২৫ মে (হি. স.) : মহারাষ্ট্রের হিঙ্গোলি জেলার হিঙ্গোলি-নান্দেদ মহাসড়কের মালেগাঁওয়ের কাছে একটি ট্রাক-টেম্পোর সংঘর্ষে পাঁচজন নিহত এবং একজন আহত হয়েছেন। আহত ব্যক্তিকে কালামনুরি জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার ভোর ৪ টে নাগাদ।

পুলিশ জানিয়েছে, বুধবার রাতে টেম্পো চালক কালামানুরি থেকে ভেড়া বোঝাই করে নান্দেদের দিকে যাচ্ছিল। ভোর ৪টার দিকে টেম্পো চালক হঠাৎ ঘুমিয়ে পড়লে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থেকে আসা ট্রাকের সঙ্গে ধাক্কা মারে। সংঘর্ষ এতটাই শক্তিশালী ছিল যে টেম্পোটি উড়ে যায়।
দুর্ঘটনার খবর পেয়ে কালামনুরি থানার পুলিশ পরিদর্শক বৈজনাথ মুন্ডে পুলিশ টিম নিয়ে ঘটনাস্থলে পৌঁছে ত্রাণ ও উদ্ধার কাজ শুরু করে। দুর্ঘটনায় নিহতরা হলেন, সালমান আলী মৌলা আলী, সত্যনারায়ণ বলাই, লালু মীনা, কাদির মেওয়াতি, আলম আলী। এর মধ্যে একজন রাজস্থানের এবং চারজন মধ্যপ্রদেশের বাসিন্দা। দুর্ঘটনায় আহত একজনকে কালামানুরি জেলা হাসপাতাল থেকে নান্দেদ সরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। ভয়াবহ এই দুর্ঘটনায় টেম্পোতে থাকা ১৫০টি ভেড়াও মারা গেছে।