আগরতলা, ২৫ মে(হি.স.) : জলের পাইপ লাগাতে গিয়ে অসাবধানতায় গুরুতর আহত হয়েছেন এক শ্রমিক। তাঁর সহকর্মীরা ঘটনাটি প্রত্যক্ষ করে রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে জি বি হাসপাতালে নিয়ে গিয়েছেন।
জনৈক সহকর্মী জানিয়েছেন, বৃহস্পতিবার সকালে রাজধানীর মিলন সংঘ এলাকায় এক বাড়িতে জলের পাইপ লাগানোর কাজে গিয়েছিলেন বাহাদুর নামে এক শ্রমিক। হঠাৎ বাহাদুর জলের মেশিনের সামনে এসে পড়ে। তাতে শরীরের বিভিন্ন অংশ কেটে গিয়েছে।সহকর্মীরা ঘটনাটি প্রত্যক্ষ করে সাথে সাথে রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে জিবি হাসপাতাল নিয়ে গিয়েছেন। বর্তমানে বাহাদুর জিবি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
তিনি আরও জানিয়েছেন, বাহাদুর উদয়পুর কাঁকড়াবন এলাকার বাসিন্দা ছিলেন। তাঁর পরিবার খবর জানতে পেরে হাসপাতালে ছুটে এসে কান্নায় ভেঙ্গে পড়েন।