ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৪ মে।।আগামী ৬ থেকে ১২ জুন দিল্লিতে অনুষ্ঠিত হবে ৬৬ তম জাতীয় স্কুল যোগাসন প্রশিক্ষণ প্রতিযোগিতা। আসন্ন এই প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য ইতিমধ্যেই বালক ও বালিকা বিভাগে মোট ১৪ জনের রাজ্য দল গঠন করা হয়। এখন চলছে আগরতলা এনএসআরসিসিতে রাজ্যের নির্বাচিত প্রতিনিধিদের জোরদার প্রশিক্ষণ। গত ২০ মে থেকে তিনজন প্রশিক্ষকের তত্ত্বাবধানে চলছে এই প্রশিক্ষণ কর্মসূচি। রাজ্য ক্রীড়া পর্ষদ ও ত্রিপুরা স্কুল স্পোর্টস বোর্ড আয়োজিত বিশেষ এই প্রশিক্ষণ শিবির চলবে আগামী ২৯ মে পর্যন্ত। ২রা জুন রেলপথে মোট ১৭ জনের রাজ্য দল দিল্লির উদ্দেশ্যে রওনা দেবে। দলে প্রশিক্ষক হিসেবে রয়েছেন শুভ্রাদে ও কালী নারায়ণ ঘোষ। জাতীয় স্কুল যোগাসনে এবছর প্রত্যাশিত ফলাফল করবে বলে আশা ব্যক্ত করলেন রাজ্য দলের ম্যানেজার অমল ভট্টাচার্য।
2023-05-24