ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৪ মে।।উদ্বোধন করবেন ত্রিপুরার অলিম্পিক অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান রতন সাহা। চতুর্থ ত্রিপুরা স্পোর্টস ক্যারাটে চ্যাম্পিয়নশীপের। ২৮ মে হবে রাজ্য আসর। ধলেশ্বর প্রান্তিক ক্লাবে। ওইদিন সকাল থেকে আসর শুরু হলেও উদ্বোধন হবে ১১ টায়। উদ্বোধনী অনুষ্ঠানে এছাড়া উপস্থিত থাকবেন ক্রীড়া পর্ষদের যুগ্ম সচিব সরযূ চক্রবর্তী, ত্রিপুরার অলিম্পিক অ্যাসোসিয়েশনের সচিব সুজিত রায়, ২৪ নং ওয়ার্ডের কাউন্সিলর সুখময় সাহা, ২৫ নং ওয়ার্ডের কাউন্সিলর সীমা দেবনাথ এবং শতদল সঙ্ঘের সচিব অধীর দেবনাথ। অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করবেন রাজ্য সংস্থার সভাপতি দিব্যেন্দু দত্ত। এদিকে রাজ্য আসর সুষ্ঠভাবে সম্পন্ন করার জন্য জোড় প্রস্তুতি শুরু হয়ে গেছে বলে জানান রাজ্য সংস্থার সচিব কৃষ্ণ সূত্রধর।
2023-05-24