গুজরাটের সম্ভাজি নগরে গাড়ি দুর্ঘটনায় একই পরিবারের চারজনের মৃত্যু

সম্ভাজি নগর, ২৪ মে (হি.স.) : বুধবার ভোররাতে গুজরাটের সম্ভাজি নগর জেলার সমৃদ্ধি হাইওয়ের কারমাদ-শেকতা গ্রামের কাছে একটি গাড়ি দুর্ঘটনায় গুজরাটের একটি পরিবারের চারজন মারা গিয়েছেন। ঘটনার খবর পেয়ে গ্রামবাসীরা করমদ থানায় খবর দেয়। এই ঘটনায় নিহতরা হলেন সঞ্জয় রাজনভাই গৌড় (৪৩), কৃষ্ণ রাজনভাই গৌড় (৪), শ্রীনিবাস রামু গৌড় (৩৮) এবং সুরেশভাই গৌড় (৪১)৷ এই লোকেরা গুজরাটের সুরাটের লিফ সিটি কার্দোয়ার বাসিন্দা ছিল। করমদ থানার দল ঘটনাটি তদন্ত করছে।

পুলিশ জানায়, গৌড় পরিবার সুরাটে গার্মেন্টস ব্যবসা চালায়। তেলেঙ্গানায় গৌড় পরিবারের এক প্রবীণ মারা গেছেন। চার ভাইবোন গাড়িতে ইর্টিগায় এক আত্মীয়ের শেষকৃত্যের অনুষ্ঠানে যোগ দিয়ে চারজন গাড়িতে করে সুরাটের উদ্দেশ্যে রওনা হন। আজ ভোর ৩টার দিকে সমৃদ্ধি মহাসড়কের করমাদ-শেকতা গ্রামের কাছে যাওয়ার পথে হঠাৎ গাড়ির চালক ঘুমিয়ে পড়ে, যার কারণে সে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এসময় দ্রুতগতির গাড়িটি ডিভাইডারের সঙ্গে ধাক্কা খায়। এই ভয়াবহ দুর্ঘটনায় ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। হাসপাতালে ভর্তির পর একজন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দুর্ঘটনায় গাড়ির পেছনের সিটে বসা এক যুবক অল্পের জন্য রক্ষা পান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *