উত্তর-পূর্ব দিল্লিতে যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার, ভ্যান থেকে মিলল নিথর মরদেহ

নয়াদিল্লি, ২৩ মে (হি.স.): উত্তর-পূর্ব দিল্লির জাফরাবাদে একটি ভ্যান থেকে উদ্ধার হল ৩২ বছর বয়সী এক যুবকের নিথর দেহ। ওই যুবকের ঘাড়ে কোপানোর আঘাত ছিল। মঙ্গলবার সকালে জাফরাবাদের যমুনা বিহার রোডের কাছে একটি ভ্যান থেকে উদ্ধার হয় ওই যুবকের দেহ। নিহত যুবকের নাম-অর্জুন (৩২)।

পুলিশ জানিয়েছে, ভ্যানটি আসলে একটি ট্যাক্সি, সেটি হরিয়ানার গুরুগ্রামের একটি কোম্পানির। মঙ্গলবার সকাল ৫.৩০ মিনিট নাগাদ পুলিশকে ফোন করে এ বিষয়ে জানানো হয়। পুলিশ এসে দেখে, ভ্যানের মধ্যে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে ওই যুবকের দেহ। খবর পেয়ে ঘটনাস্থলে এসে ফরেনসিক টিম, সংগ্রহ করা হয়েছে নমুনা। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।