মুর্শিদাবাদ, ২৩ মে (হি. স.) : সোমবার রাতে মুর্শিদাবাদ জেলার সুতির মহেশাইলে এক যুবককে কুপিয়ে খুনের অভিযোগে তাঁর তিন বন্ধুকে আটক করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম মান্টু শেখ (২৭)। বাড়ি সুতির মহেশাইল গ্রামে। মৃত যুবকের পরিবারের অভিযোগ, মান্টু দিন তিনেক আগে গ্রামের যুবক বিশ্বজিৎ দাসকে ৭০ হাজার টাকা ধারর দিয়েছিলেন। নগদের বিনিময়ে নিজের বাইকটি মান্টুর কাছে জমা রেখেছিলেন বিশ্বজিৎ। পরিবারের দাবি, বাইক বিক্রি করে ধার মিটিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন গ্রাম্য যুবক।
সোমবার রাত আটটা নাগাদ এসে বাইক বিক্রির কথা জানিয়েছিলেন বিশ্বজিৎ। ধার মেটানোর নাম করে মান্টুকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান তিনি। রাতে আর বাড়ি ফেরেননি মান্টু। মঙ্গলবার ভোরে সুতির মহেশাইল তারাপুর মাঠে তাঁর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে পাঠায়। এই ঘটনায় পুলিশ বিশ্বজিৎ দাস, সুরজ শেখ ও অজয়কুমার দাসকে আটক করে। মৃত্যুর কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে সুতি থানার পুলিশ।