মোদীই ভারতের সবচেয়ে দৃশ্যমান প্রধানমন্ত্রী, অজি নোবেলজয়ী ব্রায়ান পল স্মিট

সিডনি, ২৩ মে (হি.স.): ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসায় পঞ্চমুখ নোবেলজয়ী। না না অমর্ত্য সেন বা অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় নয়, তাঁরা যতই নরেন্দ্র মোদীর নীতির সমালোচনা করুন, কিন্তু মোদীতে মুগ্ধ অজি নোবেলজয়ী ব্রায়ান পল স্মিট। তিনি বলছেন, মোদীই ভারতের সবচেয়ে দৃশ্যমান প্রধানমন্ত্রী।

২০১১ সালে পদার্থবিদ্যায় নোবেল পান স্মিট। মঙ্গলবারই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেছেন তিনি। বিজ্ঞান এবং আধুনিক গবেষণা নিয়ে আলোচনা হয়েছে তাঁদের মধ্যে। বৈঠক শেষে নোবেলজয়ী বলছিলেন,”এ পর্যন্ত ভারতের সবচেয়ে দৃশ্যমান নেতা। সেটা যে কেন, আমি ওঁর সঙ্গে কথা বলার সময় বুঝলাম। কেউ ওঁর সঙ্গে কথা বললে, খুব যত্ন নিয়ে শোনেন। সেটা সবক্ষেত্রে সত্যি। সেটা আমেরিকার রাষ্ট্রপতির সঙ্গে কথা বলার সময় হোক, বা সাধারণ কোনও মানুষের সঙ্গে কথা বলার সময় হোক।” তাঁর পা ছুঁয়ে প্রণাম করেছিলেন পাপুয়া নিউগিনির রাষ্ট্রপ্রধান। তাঁর প্রশংসায় পঞ্চমুখ অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী। এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্তুতি শোনা গেল এক নোবেলজয়ীর মুখে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *