আগরতলা, ২৩ মে (হি. স.) : জামাই ষষ্ঠী উপলক্ষ্যে ত্রিপুরা এপেক্স ফিসারিজ কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের অধীনে মহারাজগঞ্জ বাজারে অতি সূলভ মূল্যে বিভিন্ন মাছ বিক্রি করার কাউন্টারের উদ্বোধন করেছেন মৎস মন্ত্রী সুধাংশু দাস।
তিনি জানিয়েছেন, সরকারি ভাবে আজ মাছ বিক্রয় কেন্দ্রটির উদ্বোধন করা হয়েছে। এখান থেকে সাধারণ মানুষ কম দামে মাছ ক্রয় করতে পারবেন।
তাঁর কথায়, জামাই ষষ্ঠী উপলক্ষ্যে বাজারে এদিন মাছের দাম বেশি থাকে।ফলে, সকল অংশের মানুষ হাজার হাজার টাকা খরচ করে জামাই আদর করতে পারেন না। তাই সকল অংশের মানুষদের কথা চিন্তা করে ত্রিপুরা এপেক্স ফিসারিজ কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের অধীনে মহারাজগঞ্জ বাজারে একটি মৎস্য বিক্রয় কেন্দ্র খোলা হয়েছে। এখান থেকে অতি সূলভ মূল্যে বিভিন্ন মাছ ক্রয় করতে পারবেন। কম দামে আগামী কাল থেকে মাছ বিক্রয় করা হবে বলে জানিয়েছেন তিনি।
সাথে তিনি যোগ করেন, ত্রিপুরার বিভিন্ন জায়গায় কম দামে মাছ বিক্রয় করার প্রয়াস নিয়েছে রাজ্য সরকার।
ওই কেন্দ্রে ২৫ কেজি ওজনের কাতলা মাছ পাওয়া যাবে। তাছাড়া ত্রিপুরায় কাতলা মাছ ১০ থেকে ১৫ কেজি ৩৫০ টাকা দরে বিক্রি করা হবে। ইলিশ প্রতি কেজি ১২০০ টাকা দরে সাধারণ মানুষ কিনতে পারবেন। ত্রিপুরা সরকারের এই পদক্ষেপে সাধারণ মানুষ ভীষণ খুশি হবেন বলে আশা ব্যক্ত করে বলেন সুধাংশু দাস।