মমতা-কেজরিওয়াল বৈঠক নিয়ে তীব্র কটাক্ষ দিলীপের

কলকাতা, ২৩ মে (হি. স.) : মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করতে মঙ্গলবার কলকাতায় আসছেন আম আদনি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়াল। এই সাক্ষাৎ নিয়ে মঙ্গলবার মুখ খুললেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ।

দিল্লির আমলাদের উপর নিয়ন্ত্রণ বজায় রাখতে অর্ডিন্যান্স এনেছে মোদী সরকার। তা আইনে পরিণত করতে, কেন্দ্র যাতে রাজ্যসভায় বিল পাস করতে না পারে, তার জন্য অবিজেপি দলগুলিকে পাশে চাইছে আম আদমি পার্টি।

মঙ্গলবার দিলীপবাবু সংবাদমাধ্যমে বলেন, ‘‘একটু হাওয়া দিলেই উনি অনেক সময় রাজি হয়ে যান। তাই একেক জন এসে হাওয়া দিচ্ছে। বলছে, দিদি আপনি রাজি হয়ে যান। ওনাকে আসরে নামানোর চেষ্টা চলছে। কেবল ওনাকে রাজি করাতে একেক সময়ে একেক জন কলকাতায় আসছেন। কিন্তু উনি জেনে গেছেন, মোদীর সামনে গেলে হাওয়া খারাপ হয়ে যাবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *