গোন্ডা, ২২ মে (হি.স.): উত্তর প্রদেশের গোন্ডা জেলায় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরবাইকে ধাক্কা মারল একটি ট্রাক। রবিবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে গোন্ডা জেলায় উমরি-গোন্ডা সড়কে। এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দু’জনের, তাঁরা হলেন-লাল্লু চৌহান (২২) ও তাঁর শ্বশুর কারিয়া চৌহান (৪৫)। মোটরবাইকে চেপে বিয়ে বাড়িতে যাচ্ছিলেন তাঁরা, সেই সময় একটি ট্রাক তাঁদের মোটরবাইকে ধাক্কা মারলে দু’জনের মৃত্যু হয়।
অতিরিক্ত পুলিশ সুপার শিবরাজ সোমবার সকালে জানিয়েছেন, রবিবার রাতে উমরি-গোন্ডা সড়কের ওপর একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মোটরবাইকে ধাক্কা মারে। দুর্ঘটনায় দু’জনের মৃত্যু হয়েছে। তাঁরা পরসপুরের বারি গ্রামে একটি বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন।