টিসিএ-র উদ্যোগে ক্রিকেট স্কোরারদের পরীক্ষা আজ

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২২ মে।।রাজ্যের ক্রিকেটারদের মান উন্নয়নে বিভিন্ন দিক দিয়ে কাজ করে চলেছে ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন। একদিকে চলছে পরিকাঠামগত উন্নয়ন, ঠিক তেমনি আবার অন্যদিকে ক্রিকেটারদের সঠিকভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তৎপর অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা। শুধুমাত্র ক্রিকেটার ও পরিকাঠামগত উন্নয়নই নয়, ক্রিকেটের সাথে যুক্ত অন্যান্য কর্মীদেরও মান উন্নয়নে বদ্ধপরিকর এসোসিয়েশন। আর সেই লক্ষ্যেই আগরতলা এমবিবি ক্লাব হাউজে চলছে এখন স্কোরারদের নিয়ে বিশেষ কর্মশালা। সঠিক পদ্ধতিতে নির্ভুল স্কোরিং করার জন্যই এই কর্মশালার আয়োজন। ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন আয়োজিত তিন দিনের কর্মশালার শেষ দিন মঙ্গলবার অনুষ্ঠিত হবে পরীক্ষা। গুরুত্বপূর্ণ এই পরীক্ষার ফলাফলের উপর নির্ভর করবে স্কোরারদের গ্রেডেশন। কর্মশালায় প্রশিক্ষক হিসেবে রয়েছেন বোর্ড অফ ক্রিকেট কন্ট্রোল অফ ইন্ডিয়ার স্কোরার দিবাকর নাহা ও সুভাষ ঘোষ। সোমবার কর্মশালার দ্বিতীয় দিন স্কোরার সুভাষ ঘোষ জানান, আগামীকালকের পরীক্ষার প্রাপ্ত নম্বরের ভিত্তিতে স্কোরারদের গ্রেডেশন নির্ণয় করা হবে। তিনি আরো জানান, টিসিএ চাইছে নির্ভুল স্কোরিং। এখন সব ম্যাচের তথ্য অনলাইনের মাধ্যমে জানা যায়। রাজ্যের যে কোন প্রান্তেই ক্রিকেট ম্যাচ হোক না কেন, সব ম্যাচের তথ্য অনলাইনে তুলে ধরা হয়। তাই নতুন এই পদ্ধতির মান উন্নয়নের লক্ষ্যেই কর্মশালা ও পরীক্ষার আয়োজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *