ঢাকা, ২২ মে (হি. স.) : প্রতারণার মামলায় গ্রেফতার হলেও কারাগারে যেতে হল না গায়ক মাঈনুল c নোবেলকে। পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে নেওয়ার পর জামিন পেয়েছেন তিনি।
নোবেলের জামিন মঞ্জুর করেছেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। এদিন শুনানির সময় নোবেলের বিরুদ্ধে যিনি অভিযোগে দায়ের করেছিলেন তিনি বিচারক কে বলেছেন, ‘আমি টাকা ফেরত পেয়েছি। নোবেল জামিন পেলে আমার আপত্তি নেই।’ বিচারক লিখিত স্বীকারোক্তির ভিত্তিতে নোবেলকে জামিন মঞ্জুর করেছেন। এদিন মামলার শুনানিতে নোবেলের আইনজীবী আব্দুল্লাহ বলেন, ‘আমরা তাঁর জামিন চাচ্ছি। অভিযোগকারীর সঙ্গে আমাদের এ বিষয়টি মীমাংসা হয়ে গিয়েছে। উভয়পক্ষের শুনানি শেষে ১০ হাজার টাকার লিখিত স্বীকারোক্তির ভিত্তিতে জামিন মঞ্জুর করেছে আদালত।’ তবে এদিন দুপুরে নোবেল কে আদালতে হাজির করে তদন্তকারী কর্মকর্তা নোবেলের কারাগারে আটক রাখার আবেদন জানিয়েছিলেন।
প্রসঙ্গত, শনিবার প্রতারণার অভিযোগে গ্রেফতার হয়েছেন ‘সারেগামাপা’ খ্যাত জনপ্রিয় গায়ক নোবেল। সূত্রের খবর, একটি বিদ্যালয়ে পুণর্মিলনী অনুষ্ঠানের জন্যে আগাম ১ লাখ টাকা নিয়েও তিনি অনুষ্ঠান করতে যায়নি, পুরো টাকাটা আত্মসাৎ করেছেন নোবেল। এরকম একাধিক অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয় নোবেলকে।