ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২২ মে।।সহজ ম্যাচকে কঠিন করে জিতলো কুলাই স্পোর্টস দল। ৪ উইকেটে পরাজিত করলো ভেনাস ক্লাবকে। মহকুমা ক্রিকেট সংস্থা আয়োজিত সিনিয়র ক্রিকেটে। সোমবার দশমীঘাট মাঠে অনুষ্ঠিত ম্যাচে ভেনাস ক্লাব প্রথমে ব্যাট নিয়ে ৭৬ রান করে। দলের পক্ষে প্রসেনজিৎ রুদ্র পাল ১৭ এবং রূপান্ত দাস ১২ রান করেন। কুলাই স্পোর্টস দলের শৈলেশ দেববর্মা ৩ উইকেট পেয়েছেন। জবাবে খেলতে নেমে কুলাই স্পোর্টস দল। দলের পক্ষে জীবনানন্দ দেবনাথ ১৮ বল খেলে ২ টি বাউন্ডারি ও ৩ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২৯ রানে অপরাজিত থেকে যান। ভেনাস ক্লাবের দেবাশিষ দেবনাথ ৪ উইকেট পেয়েছেন।
2023-05-22