উত্তর প্রদেশের বালিয়ায় দু’টি গাড়ির সংঘর্ষে বাবা ও ছেলের মৃত্যু, আহত কমপক্ষে ৮ জন

বালিয়া, ২২ মে (হি.স.): উত্তর প্রদেশের বালিয়া জেলায় দু’টি গাড়ির সংঘর্ষে প্রাণ হারালেন বাবা ও ছেলে। এই দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ৮ জন। সোমবার দুর্ঘটনাটি ঘটেছে বালিয়া জেলার গাদওয়ার এলাকায়। দু’টি এসইউভি গাড়ির সংঘর্ষে বাবা ও ছেলের মৃত্যুর পাশাপাশি ৮ জন আহত হয়েছেন।

পুলিশ জানিয়েছে, বালিয়া জেলার গাদওয়ার এলাকায় ইনদেরপুর পেট্রোল পাম্পের কাছে একটি জিপ ও স্করপিও গাড়ির সংঘর্ষ হয়। সংঘর্ষের জেরে জিপটি উল্টে যায়। প্রাণ হারান রামশঙ্কর চৌহান (৪৫) ও তাঁর বাবা খিচড়ি চৌহান (৬৫)। আহত অবস্থায় ৮ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *