বেঙ্গালুরু, ২২ মে (হি. স.) : গোমূত্র দিয়ে কর্ণাটক বিধানসভা (বিধান সৌধ) শুদ্ধিকরণ করল কংগ্রেস। সোমবার সকালে কংগ্রেস কর্মীরা কর্ণাটক বিধানসভা চত্বরে গোমূত্র ছিটিয়ে পূজার্চনা করছেন। কংগ্রেস কর্মীদের বলতে শোনা যায়, তাঁরা গোমূত্র ছিটিয়ে বিধান সৌধকে ‘শুদ্ধিকরণ’ করছেন।
এদিকে, রাজনৈতিক বিভেদ থাকা সত্ত্বেও সোমবার বিধানসভা চত্বরে হাসিমুখে দেখা গেল কর্ণাটকের উপ-মুখ্যমন্ত্রী ও প্রদেশ কংগ্রেস সভাপতি ডি কে শিবকুমার ও প্রাক্তন মুখ্যমন্ত্রী বাসভরাজ বোম্মাইকে। রাজ্য বিধানসভায় হাসিমুখেই কথা বলতে দেখা যায় শিবকুমার ও বোম্মাইকে, উভয়ে কুশল বিনিময় করেন।
এদিনই কর্ণাটক বিধানসভার প্রোটেম স্পিকার হিসেবে শপথ নিয়েছেন প্রবীণ কংগ্রেস নেতা আর ভি দেশপান্ডে। কর্ণাটকের রাজ্যপাল থাওয়ারচন্দ গেহলট তাঁকে শপথবাক্য পাঠ করান।