বালিয়া, ২২ মে (হি.স.): উত্তর প্রদেশের বালিয়ায় নৌকাডুবে প্রাণ হারালেন ৩ জন মহিলা। এছাড়াও অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ৪ জন।
ইঞ্জিন বিকল ও প্রবল হাওয়ার বেগে নৌকাটি ভারসাম্য হারিয়ে উল্টে যায়। জলে ডুবে প্রাণ হারিয়েছেন ৩ জন মহিলা ও ৪ জন মহিলাকে উদ্ধার করার পর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে।
বালিয়ায় জেলাশাসক রবীন্দ্র কুমার বলেছেন, সোমবার বালিয়ায় ইঞ্জিন বিকল এবং প্রবল হাওয়ার বেগে নৌকা ভারসাম্যহীন হয়ে ডুবে যায়। জলে ডুবে ৩ জন মহিলার মৃত্যু হয়েছে। সঙ্গে সঙ্গে উদ্ধারকাজ শুরু হয়। সব যাত্রীকে উদ্ধার করা হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন ৪ জন মহিলা। আপাতত উদ্ধারকাজ জারি রয়েছে।